পুলিশ জানায়- ২৩ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কুতুবজোমের মগকাটা কুয়েত পাড়া এলাকায় দুই ব্যক্তিকে আটকিয়েছে বলে কুতুবজোমের ইউপি চেয়ারম্যান শেখ কামালের কাছে খবর দেয় স্থানীয়রা। পরে তিনি চৌকিদার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে জানা যায় ওই দুই ব্যক্তি কুমিল্লা থেকে ইয়াবা কেনার জন্য মহেশখালীর ওই এলাকায় আসছিল। ওই এলাকার কতিপয় লোকজন তাদেকে আটক করে তাদের মোবাইল ও টাকা হাতিয়ে নেয়। পরে এলাকার বিপুল জনতাসহ ওই দুই ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে পুলিশকে খবর দেয়। তাদের কাছ থেকে প্রায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদেরকে আটক করে মহেশখালী থানায় নিয়ে আসা হয়। এ নিয়ে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।