Advertisement


ইলিশের দাম ৫,৬০০ টাকা


পদ্মার ইলিশের প্রতি বাঙালির আকর্ষণ বহুকাল থেকেই। তবে এখন আর আগের মতো পদ্মায় ইলিশের দেখা মেলে না। কদাচিৎ বড় সাইজের কোনো ইলিশ ধরা পড়লেও তার দাম থাকে সাধারণের ধরাছোঁয়ার বাইরে।


রোববার গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ে এ রকম বড় আকারের দুটি ইলিশ মাছ। ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ওই ইলিশ দুটি ৫ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ী কিনে নিয়েছেন।

জানা গেছে, রোববার ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে নিতাই হালদারের জালে ইলিশ মাছ দুটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজারে মোহন মণ্ডলের আড়তে নিয়ে গেলে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার ৪০ টাকা দিয়ে কিনে নেন। পরে মাছ দুটি তিনি ২ হাজার টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, ঢাকার এক ব্যবসায়ী আমাকে আগেই বলে রেখেছিলেন বড় ইলিশ মাছ পেলে তাকে দেওয়ার জন্য। তাই তাকে ফোনে মাছের কথা জানাতেই তিনি সানন্দে কিনে নেন। মাছ দুটি লোক মারফত তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি।