আমরা সবাই তার হাতধরে আওয়াজ তুলে বলবো ‘তুই দুর্নীতিবাজ’, ‘তুই লুটেরা’ তাদের বিরুদ্ধে গড়ে তুলবো সামাজিক প্রতিরোধ। মনে রাখতে হবে লুটেরাদের প্রতিরোধ করতে না পারলে কক্সবাজারের শেষ পরিনতি শুভ হবে না। তাই এ সংকট থেকে উত্তরণে মজলুম জননেতা নুরুল আবছারের বিকল্প নাই। তার দর্শনের ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে। দুর্নীতি-দুর্বৃত্তায়নের যে মহামারী চলছে তা থেকে কক্সবাজারের মানুষকে রক্ষা করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে কাজ করি।
নুরুল আবছার চেয়ারম্যান অসাম্প্রদায়িক রাজনীতির জলন্ত প্রতীক। তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি সত্যি কথা বলা শিখিয়েছেন সাধারণ মানুষদের। সেই সত্যের শক্তির ওপর ভরসা করেই আবছার ভাইয়ের নেতৃত্বে আমাদের এগিয়ে নিতে হবে আগামীর কক্সবাজারকে।