Advertisement


মহেশখালীতে আবারও সড়ক দুর্ঘটনা, স্কুলছাত্রী আহত


সংবাদদাতা।। কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া সড়কে সিএনজি অটোরিক্সা ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত স্কুলছাত্রীকে স্থানিয়রা আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ড্রাইভারসহ সিএনজিটি আটক করেছে বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ সেপ্টেম্বর (সোমবার) দুপুর দেড়টার সময় উপজেলার উত্তর নলবিলা সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী পুজা বড়ুয়া (১১) স্কুল থেকে বাড়ি ফিরছিল জনতাবাজার -গোরকঘাটা সড়কের কালারমারছড়া বড়ুয়া বাজার সংলগ্ন এলাকার রাস্তা পাড় হচ্ছিল। এসময় দ্রুতগতিতে আসা একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়।

উত্তর নলবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর হোসাইন বলেন, মহেশখালীর বিভিন্ন সড়কে অধক্ষ চালকের কারণে লোকজন  চলাচল করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অনেকেই এখানে প্রাণ হারিয়েছেন। দ্রুতগতিতে আসা সিএনজির ধাক্কায় আমার স্কুল ছাত্রীকে আহত করিয়েছে উক্ত ড্রাইবারের শাস্তির দাবি জানাচ্ছি।