Advertisement


কালারমার ছড়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ ছাত্রলীগ মহেশখালী উপজেলা ছাত্রলীগের আওতাধীন কালারমার ছড়া উচ্চ বিদ্যালয় শাখা কমিটি হয়েছে। আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন এ কমিটির সভাপতি হলেন আশরাফ উদ্দীন ও সাধারন সম্পাদক হলেন মোহাম্মদ তামজীদ।

সূত্র জানিয়েছে- মহেশখালী উপজেলা ছাত্রলীগের  আওয়াতাধীন কালারমার ছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । এতে আশরাফ উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ তামজিদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ৪ সেপ্টম্বর মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আশরাফ উদ্দিনকে সভাপতি ও মো. তামজিদকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ জন সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয় ।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ বলেন , মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ও সংগঠনে গতিশীলতা আনতে উক্ত বিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । তারা আশাকরি সংগঠনের গতিশীলতা আনতে কাজ করবে ।

এদিকে এ কমিটি ঘোষণার পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।