শনিবার (২৬ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন- সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল।
তিনি জানান- সমিতির সিদ্ধান্তের আলোকে রোববার (২৭ নভেম্বর) থেকে জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না কোনো আইনজীবী। বিচারিক কার্যক্রমে অনিয়ম, আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণ, আইনজীবীদের নাজেহাল করার প্রতিবাদে আইনজীবীরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে বিষয়টি নিয়ে জেলা জজ মোহাম্মদ ইসমাইলের সঙ্গে আইনজীবী সমিতির নেতারা কথা বলেছিলেন। এর পরও ঘটনার পুনরাবৃত্তি করায় আইনজীবী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
জেলা জজ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন- কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল।