গত ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিন সিপাহির পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মহেশখালী থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, ছোট মহেশখালীর দক্ষিন নলবিলা মৌজার আশরাফ আলী বসতভিটায় প্রবাসী আব্দু সালামের স্ত্রী রোজিনা বেগমের পৈত্রিক সুত্রে কিসমত প্রাপ্ত খরিদা মূলে স্বত্বীয় জায়গা রয়েছে। উক্ত জমিতে দোকান ঘর নির্মাণ করে ভাড়াটিয়া দিয়ে তাদের সংসার চলে আসছিলো । উক্ত দোকান ভাড়া নেয় স্থানীয় মৃত ফোরকানের পুত্র রাশেদ । ভাড়া নেওয়ার পর থেকে দোকান মালিকের ঘরে কোন পুরুষ সদস্য না থাকার সুবাধে উক্ত দোকান ঘর নিজের দখলে নিতে প্রায় সময় হুমকি ধুমকি দিত রাশেদ গংরা।
গত ১৭ ডিসেম্বর দোকান ঘর মেরামত করতে গেলে ভাড়াটিয়া রাশেদ এর নেতৃত্বে হামলা চালায়। এসময় তাদের হামলায় ৬ জন গুরুতর আহত হন তারা হলেন- দোকানের মালিক রোজিয়া বেগম, জেয়াসমিন, হাসিনা আক্তার, সামসুন নাহার, নাজমিন হাসান উমি ও সায়মা সুলতানা রিমা । আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মহেশখালী পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে দুই জনের অবস্থা আশংকা জনক।
এদিকে ঘটনার পর পর মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশন হামলাকারীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, মারামারি ঘটনার বিষয়ে রোজিয়া বেগম বাদী হয়ে ৬ জনের রিরুদ্ধে মামলা দায়ের করেছেন, আসামীদের দ্রুত সময়ে গ্রেফতার করা হবে।