Advertisement


মহেশখালীতে চুরিকাণ্ডে যুবলীগ নেতা মুন্না ও আমাদের বক্তব্য


প্রতিবেদকের বক্তব্য: কোল পাওয়ার জেনারেশন থেকে চুরি হওয়া মালামাল নিয়ে আমার অনুসন্ধানে প্রথম দিকে কালারমার ছড়া ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা কলিমুল্লাহ মুন্নার নাম শুনে আসলেও দীর্ঘ সময় অতিবাহিত করেও সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ কাজে জড়িত বদিউল আলমই মূলত এ তথ্য দিয়েছে।

যুবলীগ নেতা কলিমুল্লাহ মুন্নার বক্তব্য: এলাকায় আমার সুনাম নষ্ট করতে একটি চক্র চোরাই চক্রে আমার নাম জড়িয়েছে৷ যা খুবই স্পর্শকাতর এবং নিন্দানীয় ও মানহানিকর। আমি স্পষ্ট বলতে চাই, কোনরকম চুরিকাণ্ডে আমি জড়িত না। একই সাথে প্রকৃত চুরিকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

ফুয়াদ//এমএসকে