মোঃ রমজান আলী।। মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের উত্তর সিকদার পাড়া এলাকার বাসিন্দা শাহা আলমের স্ত্রী সিরাজা খাতুনের বাড়ি ভাংচুর ও লুুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।
অভিযোগ সূত্রে জানা গেছে- মাতারবাড়ি সিকদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. শাহাজাহান, মাহাফুজ, মোঃ হাসান, মোজাম্মেল মাঝি প্রকাশ মিল্লা, মতিউর রহমান ও মিরাজু বেগমের নেতৃত্বে একদল লোক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে গত ২২ জানুয়ারি বিকাল ৩ টার দিকে সিরাজা খাতুনের বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয় ওই নারীর।
সূত্র জানায়- জায়গা সংক্রান্ত বিরোধের জেরধরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মহেশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান- অপরাধি যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।