Advertisement


সোনাদিয়ায় পর্যটকদের রাত্রি যাপন বন্ধের দাবি সোনাদিয়ার জনপ্রতিনিধির, স্মারকলিপি


নিজস্ব প্রতিবেদক।।
সোনাদিয়া পর্যটকদের রাত্রী যাপনে নিষেধাজ্ঞা চেয়ে সোনাদিয়ার জনপ্রতিনিধির (ইউপি মেম্বার) নেতৃত্বে জেলা প্রশাসক,পুলিশ সুপার,উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বরাবরে লিখিত স্বারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকালে দেয়া স্বারকলিপিতে উল্লেখ্য করা হয়েছে- পর্যটনের আড়ালে রাতে ও দিনে সোনাদিয়া দ্বীপ দিয়ে সমুদ্রপথে মানব পাচার ও মাদকের কারবার চলছে।

এসব বিষয় নিয়ে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে যে কোন মুহুর্তে ঘটতে পারে প্রাণহানির মতো সংঘাত ছাড়াও সোনাদিয়া দ্বীপের পরিবেশ বাঁচাতে  রাতে পর্যটকদের রাত্রী যাপন বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবান করা হয়েছে।

এ বিষয়ে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া ওয়ার্ডের ইউপি মেম্বার একরাম মিয়া বলেন- বর্তমানে অপরিকল্পিত উপায়ে সোনাদিয়ায় পর্যটকদের রাত্রি যাপনের ফলে সোনাদিয়ার আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, স্থানীয় বাসিন্দারাও এতে আতংকিত রয়েছে। এ অবস্থায় স্থায়ী এখানে পর্যটকদের রাত যাপন বন্ধ করা না গেলে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে।