রকিয়ত উল্লাহ।। মহেশখালীর মাতারবাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেলো ৪ সহোদরের বসত ঘর। আগুন লাগার পর বাড়ি থেকে কোন কিছু বের করতে পারেনি বরং আগুনে পুড়ে ঘরের সমস্ত মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি ৩টি ছাগলও পুড়ে মারা গেছে আগুন। ৪ হতভাগ্য সহোদর হল মাতারবাড়ির উত্তর সিকদার পাড়ার আলী আকবরের পূত্র কাইছার, জাহানঙ্গীর, আবুল কাসেম ও নুরুল ইসলাম। ১৩ ফেব্রুয়ারি (সোমবার) রাত ৯ টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন- মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. বাসেম উদ্দিন জানান- "আগুন আগুন বলে চারিদিকে হইচই পড়লে আমরা দৌঁড়ে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু এরইমধ্যে তাদের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। যদি কাছে ফায়ার সার্ভিসের সেবা থাকতে তবে তাদের ঘরগুলো রক্ষা পেতো।
পুড়ে যাওয়া ঘরের মালিক কাইসার জানান- আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। ৩ টি ছাগলও পুড়ে মারা গেছে। ঘরের আসবাবপত্র, গয়না, নগদ টাকাসহ আনুমানিক ৩০ লাখের কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান- আগুন ধরার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে আসি। তাদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদেরকে সহযোগিতা করা হবে। তিনি বিত্তবানদের প্রতিও অনুরোধ জানান তাদের পাশে থাকার জন্য।