Advertisement


চট্টগ্রামে মহেশখালীর চবিয়ানদের ইফতার মাহফিল সম্পন্ন


ফুয়াদ মোহাম্মদ সবুজ।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যায়নরত মহেশখালীর ছাত্র-ছাত্রীদের সংগঠন মহেশখালী স্টুডেন্টস এসোসিয়েশন এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১১ এপ্রিল চট্টগ্রামের এম.এম আলী রোডস্থ রয়েল গার্ডন কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে মহেশখালীর চবিয়ান অনেক ছাত্র-ছাত্রীসহ এসোসিয়েশনের অনেকেই উপস্থিত ছিলেন। গতানুগতিক আলোচনা সভার আয়োজন না থাকলেও ইফতার পূর্ব সংক্ষিপ্ত সময়ে বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও মহেশখালীর সন্তান কমোডর মুহাম্মদ নুরুল আবছার, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

খাইরুল আমিনের সভাপতিত্বে ও অহিদুল ইসলাম খোকার সঞ্চালনায় শিক্ষার্থী হাফেজ খোরশেদ আলমের পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে এসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি খাইরুল আমিন, উপদেষ্টা মো. মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য শেষ হওয়ার পর সবাই দোয়া মাহফিলে অংশ নেন। এরপর সবাই ইফতার করেন। ইফতার পর্ব শেষে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেন সবাই।

এছাড়াও অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ ছিদ্দিক, মহেশখালী পেশাজীবি সমিতির সভাপতি আবুল হাশেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (রাজনীতি বিজ্ঞান বিভাগ) সহকারী অধ্যাপক  মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ) সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী প্রমুখ।।