Advertisement


মহেশখালীতে গভীর রাতে বন বিভাগের অভিযান, কাটা গাছ জব্দ


রকিয়ত উল্লাহ,
নিজস্ব বার্তা পরিবেশক ।। উপজেলার শাপলাপুরের ষাইটমারায় গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক আকাশমণি গাছ জব্দ করেছে বন বিভাগ।

জানা গেছে- ১০ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ১০টায় মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ টুকরা প্রায় ২১ ঘনফুট আকাশমণি গাছ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া।

সূত্রে জানা যায়- উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিট এলাকার ষাইটমারা চায়না মার্কেট এলাকার গহীন জঙ্গল থেকে কিছু গাছখেকো চুরি করে গাছ কেটে পাচার করার প্রস্তুতি নিয়েছিল। সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলীর নেতৃত্বে শাপলাপুরবিট কর্মকর্তা নুরে আলম মিয়া, কালারছড়া বিট কর্মকর্তা আবুল কালামসহ  তাদের লোকজন প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে ১৫ টুকরা = ২১. ঘনফুট আকাশমনি গোল কাঠ জব্দ করে শাপলাপুর বিট কার্যালয়ে নিয়ে যায়।

এ বিষয়ে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান- শাপলাপুরের ষাইটমারার চায়না মার্কেট এলাকায় গভীর জঙ্গলে গাছ কেটে পাচারের খবর পেলে তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে ২১ ঘনফুট আকাশমণি গাছ জব্দ করে বিট কার্যালয়ে আনা হয়েছে। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।