Advertisement


ধনি গরীব পৃথক না করে সবার অধিকার আদায়ে কাজ করে যাবে কক্সবাজারস্থ মহেশখালী এসোসিয়েট


জে এইচ এম ইউনুস।।
কক্সবাজারস্থ মহেশখালীবাসীর সর্ববৃহৎ সমাজিক সংগঠন মহেশখালী এসোসিয়েটের জরুরি সভা কক্সবাজারের পরিচিত রেস্তোরাঁ রান্না ঘরে অনুষ্ঠিত হয়েছে।কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মহেশখালী ঠিকাদার সমিতির সভাপতি, আওয়ামীলীগ নেতা মোস্তফা আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এডভোকেট মুহাম্মদ ইউছুফ, কুতুবজোম ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোসররফ হোসেন খোকন, ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়ান সিকদার,এডভোকেট শরীফুদ্দীন টিপু, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জে এইচ এম ইউনুস,উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, মকবুল আহমদ, এডভোকেট নছব উল্লাহ,মাহবুব আলম,তাফসিরুল ইসলাম, গিয়াসউদ্দিন, সালেহ আহমদ,শাহনেওয়াজ, মাহমুদুল করিম,শফিউল আলম, জাহেদুররহমান,সরোয়ার আজম,মৌলানা নুরুল হক, মৌলানা খায়রুল ওয়ারা,আব্দুল মন্নান, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এস এম রুবেল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এরফান হোসাইন, শাহাদুল ইসলাম, সাংবাদিক এম আর আই সোহেল, আশরাফুল করিম সিকদার নোমান, খাইসার হামিদসহ উপস্থিত ছিলেন কক্সবাজারে বসবাসরত বহু সাধারণ জনতা। বক্তারা কক্সবাজারস্থ মহেশখালীবাসির অতীতের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। ইতিমধ্যে কক্সবাজারে খুন হওয়া মহেশখালীর দুই নিরীহ ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করেন।আগামীতে যেন মহেশখালীর কোন মানুষ নির্বিচারে খন হতে না হয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ভিআইপি থেকে শুরু করে রিকশা শ্রমিকদের যেন সমান চোখে দেখা হয় সেবিষয়েও আলোচনা হয়েছে। সভায় একটা শ্লোগান ছিল আমরা মহেশখালীর মানুষ সবাই কাঁদে কাদ মিলিয়ে কক্সবাজারে বসবাস করে যাবো। আমরা সবাই ভাই ভাই গরীব ধনি পৃথক নাই।