গত ২৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় বড় মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বিতরণ আয়োজন সম্পন্ন হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল।
জানা যায়- সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক ঘূর্ণিঝড় হামুনে মহেশখালীতে গাছ উপড়ে পড়ে ও অতিগতি সম্পন্ন বাতাসে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে থাকে পুরো মহেশখালী। ভেঙে পড়ে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাও। ঠিক তখনই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াঁতে লায়ন্স ক্লাব কক্সবাজার ও মহেশখালী লিও ক্লাবের সদস্যরা মোমবাতি বিতরণ করেন।
তারই ধারাবাহিকতায় মহেশখালীর সন্তান লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ১এর রিজিওনাল চেয়ারপার্সন (প্রজেক্ট) লায়ন রোকন উদ্দিন মাহমুদ আল মামুনের সমন্বয়ে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম ও লিও ক্লাব অব মহেশখালীর সহযোগিতায় ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত প্রায় ১৭০০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে এবার খাদ্য সামগ্রী ও শাড়ী বিতরণ করা হয়।
এদিকে এ ত্রাণ সামগ্রি পেয়ে কালারমার ছড়ার বাসিন্দা কাশেম, রহিমা, আছিয়া শাপলাপুরের কবির ও শফি আলম বলেন- 'ঘূর্ণিঝড় হামুনে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আমরা কোনো ধরনের ত্রাণ সামগ্রী পাইনি। হঠাৎ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও বস্ত্র পেয়ে আমরা আনন্দিত, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।'
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫,এ১ এর লায়ন্স ক্লাবের সেকেন্ড ডিস্ট্রিক্ট গভর্নর একেএম গোলাম ফারুক, ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি মোঃ ফরিদুল হক, ডিস্ট্রিক্ট ক্যাবিনেট ট্রেজারার মোঃ সাইদুর রহমান খান, ডিস্ট্রিক্ট জিএসআই কো-অর্ডিনেটর মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট মার্কেটিং কো-অর্ডিনেটর মো. কামাল উদ্দিন, এডভাইজর টু ডিস্ট্রিক্ট গর্ভনর খান বিশ্বাস দুলাল, এডভাইজর টু ডিস্ট্রিক্ট গর্ভনর মো. আকবর, চেয়ারপার্সন টু রিলিফ কমিটি ইউসুফ আলী খান, রিলিফ কমিটির সদস্য মো. আকতার হোছাইন, লায়ন্স ক্লাবের সদস্য মো. নজরুল ইসলাম, আ স ম জাহেদুল হক নাহিদসহ লিও ক্লাব মহেশখালীর সদস্যরা।
প্রসঙ্গতঃ ঘুর্ণিঝড় হামুনের পর এ প্রথম কোনো আন্তর্জাতিক মানবিক সংগঠন এক সাথে এতো মানুষকে সহয়তার আওতায় আনলেন। মহেশখালীর প্রতিটি ইউনিয়ন থেকে ক্ষতিগ্রস্ত লোকজন এ সহায়তা পান।