Advertisement


শাপলাপুরে প্রবাসী পিতা-পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম; হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক।। মহেশখালীর শাপলাপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী আজিজুল হক খোকন ও নুরুল আলমের নেতৃত্বে সৌদি ফেরত পিতা-পুত্রকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করার অভিযোগ ওঠেছে। 

 ১১ মার্চ (সোমবার) বেলা সাড়ে ১২ টায় শাপলাপুরের জাহিদাঘোনা এলাকায় এঘটনায় ঘটে।  এতে সৌদি প্রবাসী আমান উল্লাহ ও তার পূত্র ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বক্কর মারাত্মক ভাবে আহত হয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় ভিকটিম আমান উল্লাহর স্ত্রী নার্গিস আক্তার আজিজুল হক খোকন,নুরুল আলমসহ আরও কয়েকজনকে আসামি করে  মহেশখালী থানার একটি এজাহার দায়ের করেন।

ভিকটিম আমান উল্লাহ জানান- আমার জমিতে আমি ও আমার পূত্র আবু বক্কর কাজ করতে গেলে হঠাৎ দা-কিরিচ নিয়ে আজিজুল হক খোকন ও নুরুল আলম এসে দা দিয়ে আমাকে ও আমার পুত্রেক কুপিয়েছে সন্ত্রাসী খোকন,নুরুল আলম সহ আরও কয়েকজন। আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আমি ও আমার পূত্রের উপর হামলার ঘটনায় প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করছি।

ভিকটিমের স্ত্রী নার্গিস আক্তার জানান- আমার স্বামী ও পুত্রকে সন্ত্রাসী খোকন ও নুরুল আলম সহ কয়েকজন  এসে কুপিয়ে মারাত্মক জখম করে। আমরা স্থানীয়দের নিয়ে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের কক্সবাজার হাসপাতালে রেফার করে। আমি এঘটনায় সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য থানা প্রশাসনের প্রতি অনুরোধ করছি।  

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান- এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।