Advertisement


মহেশখালী উপজেলা আওয়ামী লীগ মৃত

 



মোহাম্মদ ছরওয়ার কামাল

এইতো সেদিন ১৩/০৪/২৪ইং তারিখে বড় মহেশখালী মাঠে মহেশখালী উপজেলা আওয়ামীলীগের শোক সভা পালন করলাম। আমরা এতো বেশি শোকাহত হয়ে গেলাম যে শেষ পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দেয়ার কথা একেবারেই ভুলে গেলাম। দেউলিয়া!

আরেকটু অতীতে গেলে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের উল্লেখযোগ্য সংখ্যক দায়িত্বশীল ব্যক্তিরা যে ভূমিকা পালন করেছে তা রীতিমতো উদ্বেগের কারণ।
কর্তা ব্যক্তিরা জেনেও না জানার ভান করলেও সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের শুভাকাংঙ্খীরা স্পষ্ট করেই জানেন।
এতো মীর জাফর খোন্দকার মোস্তাক!

কিছুদিন আগে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ 'জাতীয়তাবাদী জামায়াত লীগে' পরিণত হয়েছিল।এদের দ্বারা অন্য কিছু প্রতিষ্ঠা করা সম্ভব হলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠা সম্ভব নয় তা আগেই টের পেয়েছিলাম। যা ভেবেছিলাম তাই হয়ে গেল। এখন অপেক্ষা করার পালা মহেশখালী উপজেলা আওয়ামী লীগ গঠিত হচ্ছে কিভাবে?

আমরা যারা মহেশখালীতে আওয়ামী লীগ করছি এখন আমাদের কাজ হচ্ছে হয় জাতীয়তাবাদী নয় জামায়াতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের নির্বাচিত করার জন্য প্রাণান্ত চেষ্টা করা।আমাদের কর্তা বাবুদের ইচ্ছাই তাই।

আল্লাহ বাঁচাক বাংলাদেশ আওয়ামী লীগকে।

লেখকঃ মোহাম্মদ ছরওয়ার কামাল, অধ্যক্ষ -হোয়ানক কলেজ ও রাজনীতিবিদ।।