গত ২৯ মে বুধবার রাত সাড়ে ৯ টায় এঘটনা ঘটে। এনিয়ে ভুক্তভোগী শহিদুল ইসলাম শানিক মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম শানিক বলেন- টিপু আমার কয়লাবিদ্যুৎ প্রকল্পের ব্যবসায়ীক পার্টার ছিল। সে বিভিন্ন অজুহাতে আমাদের পার্টনারের টাকা আত্মসাৎ করে। এনিয়ে হিসাব করলে সে ক্ষিপ্ত হয়ে তার ভাই ও কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে ধারালো ক্ষুর, লোহার রড, হাতুড়ী দিয়ে ৪ আমাদেরকে মারধর করে রক্তাক্ত করে। অফিসের ড্রয়ার ভেঙে নগদ ৫ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেছেন -এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।