Advertisement


মহেশখালীতে আল-ইখওয়ান শিক্ষা সংস্থা'র নতুন কমিটির আত্মপ্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি।।
মহেশখালী উপজেলায় দ্বীনি শিক্ষার প্রচার -প্রসার ও সংরক্ষণ এবং বৃত্তি পরীক্ষার মাধ্যমে নুরানী মাদ্রাসা'র ছাত্র-ছাত্রীদেরকে প্রতিযোগিতামুলক মন-মানসিকতা সৃষ্টি করে যুগোপযোগী দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আল ইখওয়ান শিক্ষা সংস্থা গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানকে ও সা. সম্পাদক করা হয়েছে মাওলানা কলিম উল্লাহকে।

কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক মাওলানা জাহেদ বিন জাকের, অর্থ সম্পাদক মাওলানা সালামত উল্লাহ,
প্রচার সম্পাদক মাওলানা ইউনুছ, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ তরিকুল ইসলাম (তরিক), দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ এরশাদ উল্লাহ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ শুয়াইবুল ইসলাম ও তথ্য সম্পাদক করা হয় মাওলানা আবু হানিফকে।

উক্ত কমিটিতে মহেশখালীর সকল নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হবে।


নবগঠিত কমিটির কর্মকর্তারা সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেখ আব্দুল্লাহ//