Advertisement


প্রিয় শেখ হাসিনার প্রতি খোলা চিঠি...


৪৭এ দেশ ভাগের পর থেকে ৭১পর্যন্ত বাঙ্গালীর ভরসার জায়গা ছিল আওয়ামীলীগ।বহু বাঙ্গালীর গর্ব এটি,বঙ্গবন্ধু সারাজীবন লড়াই করে, জীবন দিয়ে অর্জন করেছেন এই সম্মান।

আপনার দূরদর্শিতার কারণে দেশে যেমন উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে অদূরদর্শীতার কারণে।লুটপাট আর অনিয়মকে নিয়ম করে ফেলেছিলেন।যেটা অরুণ আর তরুণ মেনে নিতে পারেনি।


দলের কিছু কুলাঙ্গারকে রক্ষা করতে গিয়ে দলকে অনেক বেইজ্জতি করিয়েছেন,জাতীর জনককে বেইজ্জতি করিয়েছেন।বস্তুত এই কুলাঙ্গাররা আপনাকে ঘোরের মধ্যে রেখেছিল।এখন যদি এন্ট্রি-রিভুলেশনের কথা চিন্তা করেন তবে তা হবে কফিনের শেষ পেরেক।


ব্যাক্তিগত রেষকে চাপা দিয়ে দেশে আসুন,পলিটিক্সে রেগুলার হোন আর মানুষ চেনা শিখুন। তরুণদের উপর আপনার ক্ষোভ থাকুক বা না থাকুক তাদের একটা জায়গায় গিয়ে বিশ্বাস করতে পারবেন"লেভেল ফিল্ড"
কোন দলই আওয়ামীলীগের চেয়ে একচুলও বেশি ফ্যাসিলিটি পাবেনা।অল আর ইকোয়েল।

লেখক: নাজমুল হাসান খাঁন মিশুক, মহেশখালীর সন্তান।