বার্তা পরিবেশক।। মহেশখালী পৌরসভার বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তারা।
মহেশখালী পৌর যুবদল এর যুগ্ন আহবায়ক তরুণ যুবনেতা শাকের উল্লাহ খোকন জানান, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মন্দিরে বিএনপি নেতাকর্মীদের পাহারার দায়িত্বে দেওয়া হয়েছে।
যাতে করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের কার্ডধারী নেতাকর্মীরা মহেশখালী উপজেলা ও পৌরসভার প্রতিটি মন্দিরের পাহারায় নিয়োজিত রয়েছে। এসময় নিরাপত্তার দায়িত্বে আরো ছিলেন,
কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি মকসুদুল আলম নিরু আনোয়ার হোসেন মন্জু,আহবায়ক পৌর যুবদল। আবু জাফর আহবায়ক সেচ্ছাসেবক দল পৌরসভা।