Advertisement


মাতারবাড়িতে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় বৃদ্ধকে মারধর করা যুবক নাছু গ্রেফতার


মাতারবাড়ি প্রতিনিধি।। মহেশখালীর মাতারবাড়িতে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় এক বৃদ্ধ ও তার পুত্রকে ধারালো দা, লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের ঘটনায় মামলা হয়েছে। মহেশখালী থানায় ভুক্তভোগী আমির হামজা বাদি হয়ে এ মামলাটি করেন। মামলায় অভিযুক্ত নাসির উদ্দীন নাছু (২২)কে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত যুবক নাসির উদ্দীন নাছুকে গ্রেফতার দেখিয়ে মাতারবাড়ি পুলিশ ক্যাম্প তাকে থানায় পাঠানোর উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নাসির উদ্দীন নাছু ইউনিয়নের লাইল্যাঘোনা এলাকার মৃত উকিল আহামদ এর পুত্র।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেছেন- "মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় দীর্ঘদিন ধরে নানা হয়রানি ও প্রাণে মেরে ফেলে ফেলার হুমকি দিয়ে আসছে নাসির উদ্দীন নাছু বাহিনী। তারই সূত্র ধরে গত ৮ জুলাই বিকাল বেলায় ইসলামি ব্যাংক মাতারবাড়ি শাখা হতে নগদ ২ লক্ষ টাকা তোলে বাড়ি ফেরার পথে আমাকে ও আমার পুত্র মহিউদ্দিনকে ধারালো দা, লোহার রড ও লাঠি নিয়ে পথরোধ করে। একপর্যায়ে আমাকে ও আমার পুত্রকে ধারালো দা, লোহার রড ও লাঠি দিয়ে উপর্যুপরি বেধড়ক মারধর করে। পরে আমার পুত্র মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে মাথার বাম পাশে স্বজোরে দায়ের কোপ মেরে রক্তাক্ত জখম করে। এবং আমার পুত্রের হাতের হাড় ও রগ কেটে রক্তাক্ত জখম করে। আমাকেও দারালো দা দিয়ে স্বজোরে মাথায় আঘাত করলে আমি আত্মরক্ষার্থে সরে দাঁড়াতে দায়ের কোপ আমার ডান হাতে লেগে রক্তাক্ত কাটা জখম হয়। পরে আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা প্যাকেটে থাকা ২ লক্ষ টাকা কেড়ে নিয়ে যায়। একই সঙ্গে এই ঘটনায় মামলা করতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।"

এ বিষয়ে মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক রাজীব চৌধুরী জানান- মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় আমির হামজা ও তার পুত্র মহিউদ্দিনকে মারধোরের ঘটনায় মহেশখালী থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রধান আসামি নাসির উদ্দীন নাছুকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়।আসামিকে থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে।