নিজস্ব প্রতিবেদক।। মহেশখালীতে দ্রব্য মুল্যে স্বাভাবিক রাখতে,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
০২ নভেম্বর শনিবার উপজেলার শাপলাপুর বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মূল্য তালিকা না থাকা এবং রেস্টুরেন্ট নোংরা ও অপরিষ্কার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় চার দোকানদারকে সর্বমোট ১০,০০০ টাকা অর্থদন্ত প্রদান করেন। জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী থানার এসআই মুজিবুর রহমান, ভূমি অফিসের অফিস সহকারী মাঈনুল হাসানও গণমাধ্যম কর্মীরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা সংবাদকর্মীদের বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসঙ্গতি দেখা দিলে দেশার স্বার্থে জরিমানা করা হচ্ছে। তিনি আরো বলেন,মহেশখালীর সকল বাজার পর্যায়ক্রমে এভাবে মনিটরিং করাসহ আমার এ অভিযান অব্যাহত থাকবে।