ইসলাম ধর্মকে শান্তির ধর্ম বলে মন্তব্য করলেন হিন্দু নেতা পরিমল কান্তি শীল। সম্প্রতি কক্সবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে গিয়ে বক্তব্য রাখাকালীন এসব মন্তব্য করেন তিনি। তার এমন বক্তব্যে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। -খবর জনকণ্ঠ অনলাইন এর।
প্রথমে তিনি জামায়াত কর্মীদের প্রশংসা করে বলেন, জামায়াত কর্মীরা এমন একটি দল যারা কোন বিভেদ রাখে না।
এরপর তিনি ইসলাম ধর্মের প্রসঙ্গ তুলে বলেন, আমি বিশ্বাস করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা সবাই আশরাফুল মাখলুকাত। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধের যদি রক্ত বের করি, আমরা দেখব সবার একই রক্ত। আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান কোন বিভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি।