" মহেশখালীতে যে মামলা হয়েছে সেখানে ব্যাক্তি আক্রোশ এবং ২৪ এর গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এমন কাউকে আসামী বানানো কোনভাবেই সমীচীন নয়। কোন নিরঅপরাধ ব্যাক্তি কোনভাবে হয়রানি হোক সেটা কখনোই কাম্য না। ইতোমধ্যে এজহারটি ভালোভাবে খোঁজ নিয়ে নিরঅপরাধ ব্যাক্তিদের বাদ দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
বেশ অনেকদিন আগে মামলার বাদী এবং ভিক্টিম মামলা করার আগ্রহ প্রকাশ করে এবং আমাদের সহযোগিতা চায়। তখন আমি বিষয়টা নিয়ে দায়িত্বশীল জায়গা থেকে বৈষম্যবিরোধীর কেন্দ্রীয় লিগ্যাল সেলের সাথে যোগাযোগ করিয়ে দিই এবং ওসি সাহেবের সাথে কথা বলে ভিক্টিমকে সহযোগিতা করতে বলি।
পরে মামলায় কে আছে বা নাই সেটা আমি কোনভাবেই অবগত ছিলাম না। এই ব্যাপারে আমার সাথে যোগাযোগও ছিলোনা। আমি আমার দায়িত্বের জায়গা থেকে প্রশাসনকে কেবল সহযোগিতা করার জন্য অনুরোধ করেছিলাম। ওসি সাহেব ভিক্টিমকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
কিন্তু, এখন দেখতেছি মামলাতে বেশকিছু নিরঅপরাধ ব্যাক্তিদের নাম এসেছে যা দুঃখজনক। যাচাই-বাছাই পূর্বক তাদের নাম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সংশ্লিষ্ট ব্যাক্তিদের সাথে কথা বলেছি যেন নিরঅপরাধদের বাদ দেওয়া হয়। একইসাথে কোন অপরাধী বাদ গেলে তাদের যেন চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়।"