মাহবুব রোকন।। বর্তমানে মহেশখালী-কুতুবদিয়া তথা কক্সবাজার অঞ্চলে মাঠ পর্যায়ে উৎপাদিত লবণের আশংকাজনক দরপতন হয়েছে, লবণের ন্যায্যমূল্য না থাকার মাঠ পার্যায়ের চাষি থেকে শুরু করে লবণ শিল্পের সাথে যুক্ত বিশাল জনগোষ্ঠী বেশ হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
এমন পটভূমিতে সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সাথে সাক্ষাৎ করে লবণের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
আজ দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করে লবণ শিল্পকে বাঁচাতে চাহিদার অতিরিক্ত ইন্ডাস্ট্রিয়াল লবণ চীন থেকে আমদানি বন্ধ এবং সিন্ডিকেট এর মাধ্যমে অবৈধ উপায়ে ভারত থেকে চোরাইপথে লবণ আনা প্রতিরোধ করার দাবি জানান। এ সময় লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদানসহ লবণের দাম বৃদ্ধির ইস্যুতে নানা বিষয়ে আলাপ করেন তারা। এ সময় লবণ মিল মালিক সিন্ডিকেট এর অশুভ দৌরাত্ম্যের বিষয়েও সচিবকে অবগত করেন তিনি।
আলাপকালে সময় সচিব মো. ওবায়দুর রহমান জানান- আজ বিকাল ৪ টার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে শিল্প মন্ত্রণালয়ের যৌথ সভায় এ জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে এবং অতিদ্রুত সময়ে মাঠ পর্যায়ে লবণ চাষিদের বাঁচাতে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ সকল বিষয় সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও মাঠ পর্যায়ের লবণচাষিরা উপস্থিত ছিলেন।