বার্তা পরিবেশক।। লবণচাষিদের ন্যায্য অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। রোববার সকালে মহেশখালী পোস্ট অফিসে শিল্প মন্ত্রণালয় কর্তৃক ইস্যু করা একটি গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছেছে। লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং অনাকাঙ্ক্ষিত লবণ আমদানি বন্ধে দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে- ব্যক্তিগতভাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে একাধিকবার আলোচনা করেন শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন এবং বিষয়টি নিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হয়। ধারাবাহিক প্রচেষ্টা ও কার্যকর যোগাযোগের ফলে গত ২১ এপ্রিল শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যানকে এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।
এ প্রসঙ্গে শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন জানান- "আমাদের পরবর্তী টার্গেট হলো বিসিক চেয়ারম্যানের সাথে সরাসরি সমন্বয় করে একটি দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করা। মহেশখালী ও কক্সবাজার অঞ্চলের লবণচাষিদের জীবন ও জীবিকার স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। লবণের ন্যায্য দাম নিশ্চিতে গ্লোবাল মার্কেটে কীভাবে রপ্তানি করা যায় সেটা নিয়েও ভাবছি। আমাদের দাবি একটাই—লবণচাষিদের রক্ষায় বাস্তবমুখী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা হোক। ইনশাআল্লাহ, আমরা এগিয়ে যাব।"