বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে চকরিয়ার বদরখালী কেবি জালালুদ্দিন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে গুরুতর আহত আসমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আসমা বেগম মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়া পাড়া এলাকার মোক্তার আহমদের মেয়ে।
আহতরা হলেন- মাতারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বলির পাড়া এলাকার মোহাম্মদ হোছাইন, তার মেয়ে আজিজা সুলতানা আঁখি এবং নিহত নারীর বড় বোনের স্বামী শাপলাপুরের মোহাম্মদ করিম।
জানা গেছে, আসমা বেগম চকরিয়া থেকে বিয়ের কেনাকাটা শেষে সিএনজিচালিত টেক্সিতে করে মহেশখালী ফিরছিলেন। পথিমধ্যে বদরখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।