বুধবার (১৬ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলতাফ হোছাইন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হাবিবুর রহমান সিকদার পাড়া এলাকার ওমান প্রবাসী মাঈন উদ্দীন’র ছেলে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবার। পরে বাড়ীর পাশে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে স্থানীয় নতুন বাজার ডিজিটাল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের খেলতে গিয়ে খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।