নিজস্ব প্রতিবেদক।। আগামীকাল (শুক্রবার, ১ আগস্ট) মহেশখালী জোনাল অফিসের আওতাধীন সকল পল্লী বিদ্যুৎ গ্রাহকদের জন্য ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে, ১৩২ কেভি দোহাজারী-শিকলবাহা সঞ্চালন লাইনের সাথে নবনির্মিত পটিয়া ১৩২ বাই ৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র সংযুক্ত করার লক্ষ্যে ওইদিন সঞ্চালন লাইনের সাটডাউন গ্রহণ করা হবে।
এ কারণে, মাতারবাড়ি গ্রীড উপকেন্দ্র হতে ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে- সময়সীমা উন্নয়ন কাজের তারতম্যের কারণে কিছুটা কম-বেশি হতে পারে।
এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে থাকা গাছপালা নিজেরা কাটতে নিষেধ করা হয়েছে, কারণ এটি বিপজ্জনক হতে পারে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।