Advertisement


জুলাই শহীদ দিবস উপলক্ষে মহেশখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মকছুদুর রহমান।।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মহেশখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত গণবিক্ষোভে পুলিশি গুলিতে রংপুরে আবু সাঈদের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই দেশব্যাপী তীব্র আন্দোলনের সূচনা হয়। দীর্ঘদিনের শাসনের অবসান এবং নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার প্রেক্ষাপট হিসেবে এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়ে উঠেছে।

এই দিনকে স্মরণ করে বুধবার (১৬ জুলাই) সকালে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র‍্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্ল্যহ্।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামীর উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাস্টার শামীম ইকবাল, কর্ম পরিষদ সদস্য মো. জাকির হোসেন, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জামালুল আনোয়ার এবং এবি পার্টির সভাপতি আব্দুল হান্নান।

এছাড়া উপস্থিত ছিলেন শহীদ তানবীর সিদ্দিকীর পরিবার, যুদ্ধাহতদের স্বজন এবং এনসিপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন- ২০২৪ সালের শহীদরা শুধু একটি সরকারের পতনের নয়, একটি জনগণের বিজয়ের ইতিহাস রচনা করেছেন। তাঁদের রক্তেই গড়ে উঠেছে আজকের গণতান্ত্রিক ধারার ভিত্তি।

আলোচনার শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একইসঙ্গে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয় সরকারি অনুরোধে।

দিবসটি পালন উপলক্ষ্যে মহেশখালীসহ সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।