Advertisement


মহেশখালীতে বিপুল জনতার বিজয় মিছিল করে চমক দেখালেন সাবেক এমপি আলমগীর ফরিদ


নিজস্ব প্রতিবেদক।। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর নেতৃত্বে মহেশখালীতে স্মরণকালের বৃহত্তম বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ২টায় বড় মহেশখালীর নতুন বাজার মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ সমবেত হন। এরপর সেখান থেকে গণজমায়েত পূর্বক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

গণজমায়েতে বক্তব্যের শুরুতেই সাবেক এমপি আলমগীর ফরিদ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মহেশখালীর সন্তান শহীদ তানভীরসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন- গত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর পতিত হাসিনা সরকারের জুলুম-নির্যাতনের যে ইতিহাস, তার বহিঃপ্রকাশ ঘটে ৩৬ জুলাই তথা ৫ আগস্ট। দীর্ঘদিনের দমন-পীড়নের বিরুদ্ধে জনক্ষোভ বিস্ফোরিত হয়েছে আধুনিক বিশ্বের গণতান্ত্রিক রাজনীতির বরপুত্র তারেক রহমানের নেতৃত্বে।

তিনি আরও বলেন- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। দেশ ও প্রবাসে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণই আমাদের শক্তি। আজকের এই জনসমাবেশ তার প্রমাণ দিয়েছে। তিনি- দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার দাবি জানান। বর্তমান সরকারও পতিত স্বৈরচারের দোষরদের আশ্রয় প্রশয়ে দেশবিদেশে তারেক রহমান ও বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্রে হচ্ছে।

এদিকে গণজমায়েতে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণ ও বিভিন্ন স্থান থেকে আসা মিছিলের আবেগ-উৎসাহে উপস্থিত নেতৃবৃন্দ অভিভূত হন।

সমাবেশে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল।

এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার আব্দুল মান্নান, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল করিম বিএ, তরুণ বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনছার উল্লাহ বিএ।

এছাড়াও উপস্থিত ছিলেন- ছোট মহেশখালী ইউনিয়নের সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, কুতুবজোম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল আলম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কমিশনার, সালাউদ্দিন রতন, বড় মহেশখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাজেদুল হক, সাধারণ সম্পাদক দলিলুর রহমান, শাপলাপুর বিএনপির সভাপতি গোলাম কাদের মেম্বার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, হোয়ানক বিএনপির আহ্বায়ক রমিজ আলম, কালারমার ছড়া বিএনপির সভাপতি ইকবাল বাহার চৌধুরী, বিএনপি নেতা বাবার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর মুহাম্মদ জিয়া, বড় মহেশখালী বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেম্বার, সাবেক ছাত্রনেতা আবু তাহের, কুতুবজোম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাশুকুল ইসলাম মাসুদ, হোয়ানক ইউনিয়নের সদস্য সচিব ফোরকান আহমদ, মাতারবাড়ি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক গোলাম কাদের মাস্টার, মিজবাহ উদ্দিন মেম্বার, কাইসারুল ইসলাম, রাহমত আলম মেম্বার, জকির মেম্বার, আহমদ উল্লাহ রায়হান, শফিউল আলম মেম্বার, মুহাম্মদ নাসির উদ্দিন, আমান উল্লাহ প্রমুখ।

যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান ডালিম, মাহফুজ আলম, এম মোক্তার আহমদ, এম আবুল কাশেম, ইমতিয়াজ হাসান, এম নুরুন্নবী, মোহাম্মদ আনছার, আসাদ উল্লাহ হেলালী, শাহেদ খান, আবুল কালাম, আলী আকবর, আব্দুল আজিজ, মিজানুর রহমান, নুরুল আলম শাওন, জহিরুল ইসলাম, মুহাম্মদ শহিদ, আবুল হোসেন, মুহাম্মদ সেলিম, মোরশেদ খান, আবু ইউসুফ, নাসির উদ্দিন, নুর মুহাম্মদ, মোহাম্মদ জাবেদ।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান, পৌর আহ্বায়ক তৌফিক আলম, সদস্য সচিব আবুল বশর, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহেদ হাসান, সদস্য সচিব আলাউদ্দিন, কলেজ ছাত্র দলের আহ্বায়ক একরামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন চৌধুরী, আব্দুল আজিজ নয়ন, তায়েব ইলাহি সিকদার, আসমাউল হাসান খোকা, সদস্য কামাল হোসেন জিকু, জাকের হোসেন নীরব, উপজেলা জাসাস সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সম্রাট সাদেক, ইউনিয়ন পর্যায়ের ছাত্রনেতা সোহেল সিকদার, সাইফুল ইসলাম রানা, হাবিব হাসান, তৌফিক ইলাহি, জয়নাল আবেদীন, আমির খান, এম নাসির, ইমরান খান, এম ফরহাদ, মোহাম্মদ রুবেল, রোকন উদ্দিন শাহরুখ খান, আমিরুল হাসনাত নাইম, তাহাসান প্রমুখ।

বিজয় মিছিল ও গণজমায়েতে মহেশখালীর সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা রূপ নেয় জনসমুদ্রে। নেতাকর্মীদের মুখে মুখে ছিল ‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবেই’- এমন সব স্লোগান। সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনা।

বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল কৃষকদল, জাসাস ও মৎসজীবিদল নেতৃবৃন্দের পদচারণায় মুখরিত ছিল সমগ্র আয়োজন।