Advertisement


কালারমার ছড়ার শীর্ষ ডাকাত উখিল আহমদ গ্রেফতার, বন্দুক ও গুলি উদ্ধার


মাহবু্ব রোকন।। কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের কাউল্ল্যার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত উখিল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, স্থানীয় ছামিরাঘোনা এলাকার রুশুর পুত্র উখিল আহমদ দীর্ঘদিন ধরে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযানে তার আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ। তবে একই চক্রের তারেক ডাকাত অল্পের জন্য পালিয়ে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উখিল আহমদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হবে। আদালতে তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

ওসি আরও জানান, গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় উখিল আহমদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কাউল্ল্যার ব্রিজ এলাকায় ডাকাত চক্রটি সড়কে ব্যারিকেড দিয়ে ধারাবাহিকভাবে গাড়ি আটক করে ডাকাতি চালাচ্ছিল। শীর্ষ ডাকাত উখিল আহমদ গ্রেফতারের ফলে এলাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।