মামলার নথি সূত্রে জানা যায়- মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের বাসিন্দা এম. রমজান আলী পূর্ববর্তী ডিলারদের লাইসেন্স বহাল থাকা অবস্থায় নতুন ডিলার নিয়োগের বিরুদ্ধে একটি রিট পিটিশন (নং- ২৩৯২/২০২৫) দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, বিদ্যমান লাইসেন্সধারী ডিলারদের প্রতিস্থাপন করে নতুন নিয়োগ দেওয়া হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন।
এ বিষয়ে গত ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল নিশি জারি করে এবং সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি।
পরবর্তীতে ১৯ আগস্ট পুনরায় শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ উক্ত স্থগিতাদেশের মেয়াদ আরও ৬ মাসের জন্য বৃদ্ধি করেন।
বাদী পক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ শিশির মানির।
এতে কার্যত আগামী ৬ মাস দেশে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে এবং পূর্ববর্তী ডিলারদের লাইসেন্স বহাল থাকবে।