Advertisement


মাতারবাড়িতে রাস্তায় জায়গা দখল করে বহুতল ভবন: উচ্ছেদ না করতে লাখ লাখ টাকায় ম্যানেজের চেষ্টার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালী উপজেলার মাতারবাড়ি প্রধান সড়ক দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হয়েছে। এনিয়ে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ,ও এলজিইডির মাধ্যমে সড়কের দুপাশে বেদখলে থাকা জায়গা উচ্ছেদ করে সড়কের কাজ শুরু হয়েছে।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান আলা উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে সড়কের বেদখলে থাকা জায়গা উচ্ছেদ কার্যক্রম শুরে করেন। তাদের উচ্ছেদ প্রক্রিয়াকে স্থানীয় সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং রাস্তার জায়গা অনেকেই সেচ্ছায় দখল ছেড়ে দিয়েছে এবং যারা ছেড়ে দিচ্ছে না তাদের জায়গা গুলো গুড়িয়ে দিচ্ছে।  

এদিকে অভিযোগ উঠেছে- মাতারবাড়ির বাংলাবাজারে অবৈধ ভাবে সড়কের জায়গা দখল করে বহুতল নির্মাণকারী প্রবাসী নুরুল আবছার তার বিল্ডিং না ভাঙ্গানোর জন্য একটি দালাল সিন্ডিকেটের মাধ্যমে  প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন, তহসিলদারকে ৮ লাখ টাকায় ম্যানেজ করার জন্য একটি দালাল চক্রের মাধ্যমে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।  

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ হাসেম জানান- বাংলাবাজারে যারা সড়কের জায়গা দখল করেছে তাদেরকে জানানো হয়েছে এবং চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেসবের মধ্যে আবছারের ভবনটি পড়েছে এবং সেটিও ভাঙ্গানোর সিদ্ধান্ত হয়েছে জেনেছি।  

এবিষয়ে প্রবাসী আবছারের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

জানতে চাইলে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন বলেন- উক্ত ভবনের কিছু অংশ রাস্তার জায়গা পড়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে। রাস্তার উন্নয়ন কাজের স্বার্থে ভবনটি ভেঙে দেওয়া হবে। 

এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ বলেন- রাস্তার দুপাশে যারা সড়কের জায়গা দখল করে আছে। তাদের অংশ উচ্ছেদ করে সংস্কার কাজ শুরু হয়েছে। কেউ সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করলে সেটও উচ্ছেদ করা হবে।