রকিয়ত উল্লাহ।। মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবুল বশর পারভেজের পিতা আব্দুল নবী সওদাগর (৮৫) এর উপর একদল সন্ত্রাসী পরিকল্পিত হামলা করেছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
এলাকায় মাদক ব্যবসায় স্থানীয় মুসল্লীরা বাধা সৃষ্টি করায় ঐ এলাকায় একটি সংঘবদ্ধ মাদকচক্র পূর্ব থেকে এলাকার প্রবীণ মুরব্বি ও মুসল্লী আব্দুল নবী সওদাগরের উপর ক্ষিপ্ত ছিলো। জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান পাশের বাড়ির ছেনুয়ার বেগম(৪৫) নামে এক নারীকে একই এলাকার মাদক কারবারী সিরাজের নেতৃত্বে একদল বখাটে হামলা করতেছিল। এসময় হামলাকারীদের বিরত করতে চান মুসল্লী আব্দুল নবী। এতে কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আব্দুল নবী সওদাগরের উপর হামলে পড়ে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে ক্ষান্ত না হয়ে এক পর্যায়ে পায়ে ছুরিকাঘাত করে। তার চিৎকারে বড় সন্তান আবু বক্কর দৌঁড়ে এসে বাবাকে বখাটাদের কবল থেকে উদ্ধার করতে চাইলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা বীরদর্পে স্থান ত্যাগ করে। গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশংকা জনক হওয়ার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে রোগীর বার্ধক্যতা ও শারিরীক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা তাকে মহেশখালী হাসপাতালে রেখে নিবিড় ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলা ও ট্রমাজনিত কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
এবিষয়ে আহত আব্দুল নবীর সন্তান সাংবাদিক আবুল বশর পারভেজ তার পিতার জন্য দোয়া কামনা করেছোদোন। মহেশখালী থানার ওসি জানিয়েছেন- ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
এ ঘটনায় মহেশখালীতে কর্মরত সাংবাদিকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।