Advertisement


সাংবাদিক রকিয়ত উল্লাহকে নিয়ে মিথ্যে অপপ্রচার: মহেশখালী অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ


সংবাদদাতা।।
মহেশখালীর পেশাদার সাংবাদিক রকিয়ত উল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে যে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহেশখালী অনলাইন প্রেসক্লাব।

প্রতিবাদপত্রে বলা হয়, সাংবাদিক রকিয়ত উল্লাহ সম্প্রতি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হওয়ায় তাকে ঘিরে একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এটি একটি হীন অপচেষ্টা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার।

মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, রকিয়ত উল্লাহ সবসময় সাংবাদিকতার পেশাদার নীতি মেনে চলেছেন, কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তাই এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার তার ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা নষ্ট করার শামিল।

এ বিষয়ে যারা অপপ্রচারে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। প্রতিবাদপত্রে মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ হোবাইব সজীব স্বাক্ষর করেছেন।