নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মধ্যম সিপাহিরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আনিস (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনিস পেশায় রাজমিস্ত্রী ছিলেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ঈসমাইল মেম্বারের বাড়ির পাশে জনৈক সব্বির এর বাড়িতে কাজ করার সময় বিকেল ৫টার দিকে অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনিস ছোট মহেশখালী ইউনিয়নের নলবিলা এলাকার নুরুল আলমের পুত্র। নিহতের পিতা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নাজমুল হাসান জানান, বিষয়টি তাদের নজরে আসেনি, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
