Advertisement


মহেশখালীতে নৌ-রুটে নিরাপত্তা বাড়াতে লাইফজ্যাকেট ও বয়া বিতরণে প্রশাসনের উদ্যোগ


রকিয়ত উল্লাহ।। মহেশখালীর যাত্রী ও সাধারণ জনগণের নৌ-পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) স্পিডবোট মালিকদের মাঝে ৬৫০টি লাইফজ্যাকেট ও ২৮০টি লাইফ বয়া বিতরণ করেছে। উপজেলা প্রশাসনের চেষ্টায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যাহ্।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউসার আহমেদ, স্পিডবোট মালিক সমিতির সভাপতি, সম্পাদকসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হেদায়েত উল্যাহ্ বলেন, “নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে বর্ষাকাল ও দুর্যোগের সময়ে যাত্রীদের জীবন রক্ষায় লাইফজ্যাকেট ও লাইফ বয়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”

আইওএমের এ উদ্যোগে নৌ-পারাপারে যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও স্পিডবোট মালিক সমিতির নেতৃবৃন্দ।