Advertisement


মহেশখালীতে প্রথমবারের মতো সম্পন্ন হলো ‘ইউরেকা উৎসব সিজন-১’

শাহরিয়ার কবির ও আবুহেনা আসিফ।। মহেশখালীতে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী ও বৃহৎ পরিসরের শিক্ষা উৎসব "ইউরেকা উৎসব - সিজন ১" শিরোনামে ৩দিনের অনুষ্ঠান আয়োজন সম্পন্ন করেছে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার’। মহেশখালীর বিভিন্ন পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ সংগঠন তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে, যেখানে অংশগ্রহণ করে ১২শ’রও বেশি শিক্ষার্থী।

শনিবার মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উৎসবটির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উৎসবজুড়ে ছিল আটটি ভিন্নধর্মী ইভেন্ট, যার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা ফুটে ওঠে। প্রতিযোগিতাগুলোর শেষে বাছাই করা ৫৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য।

সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. হামিদুর রহমান আজাদ, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাবেক মেয়র সরওয়ার আজম বি.এ, উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক, জেলা জামায়ত নেতা জাকের হোছাইন, মহেশখালী পেশাজীবী সমিতি সভাপতি মুহাম্মদ আলী, মহেশখালী সেবা ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা পরিচালক জাবেদ আল মামুন, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মুহাম্মদ ইয়ামিন, মহেশখালী সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকিব বিন তালেব। 

‘দুর্বার’ সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আদিবুল আকিব, ওয়াহেদুল করিম হিসাম, দুর্বার প্রতিনিধি আবু সালেহ। 

বক্তারা বলেন, এই উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়; এটি মহেশখালীর শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের চিন্তা, চেতনা এবং নেতৃত্বের দক্ষতা প্রকাশের সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন মহেশখালীতে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। স্থানীয়ভাবে এমন আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে নিজেদের উন্নয়নে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাফিসা বিনতে জাকের সুহা। 

উৎসবের আয়োজকরা জানান, ইউরেকা উৎসবের এই যাত্রা ছিল শুরু মাত্র। ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এ ধরনের আয়োজন করা হবে।