সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের দু'বারের সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, দেশের জনগণ রাষ্ট্র সংস্কারের ৩১ দফাকে সমর্থন জানিয়ে ধানের শীষের প্রতীক হাতে “নির্বাচনের ট্রেনে” উঠেছে। যারা এই যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় তারা অতীতে স্বাধীনতার বিরোধিতা করে ঘৃণিত দলে পরিণত হয়েছিল- এ মন্তব্য করে তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে মহেশখালী-কুতুবদিয়া অঞ্চলের বড় উন্নয়নগুলো বিএনপির শাসনামলেই বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, ২০০১–২০০৬ মেয়াদে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দ্বীপ উপজেলা মহেশখালী মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি উন্নয়ন সংযোগে অগ্রগতি লাভ করে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে—এ আশা প্রকাশ করেন সাবেক এমপি আলমগীর ফরিদ। তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশের কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের নির্বাচনে বিজয়ের মাধ্যমে সাম্য ও মানবিক বাংলাদেশের পথচলা শুরু হবে।”
নেতাকর্মীদের প্রতি সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতা দেখিয়ে জনগণের পাশে থাকা এবং ঘরে ঘরে ধানের শীষে ভোট প্রার্থনার আহ্বান জানান তিনি।
সমাবেশটি কালারমার ছড়া বাজার মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে, যুবদল আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল এসে মাঠ পূর্ণ করে। মাগরিবের আগেই পুরো মাঠসহ আশপাশের এলাকা জনস্রোতে পরিপূর্ণ হয়ে নির্বাচনী জনসমাবেশের রূপ নেয়।
সাবেক এমপি আলমগীর ফরিদ সমাবেশস্থলে পৌঁছে প্রথমেই শহীদ তানভীর সিদ্দিকীর কবর জিয়ারত করেন। পুরো সময় তাঁর পাশেই ছিলেন শহীদ তানভীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়া।
সমাবেশে বক্তব্য রাখেন মহেশখালী বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হক রানা, পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হামিদুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাস্টার আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কমিশনার, সালাহউদ্দিন রতন, সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, চেয়ারম্যান মৌলভী শফিউল আলম, হোয়ানক বিএনপির আহ্বায়ক আব্দুল করিম বিএ, শাপলাপুর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাতারবাড়ি বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা চৈদরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাস ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
সমাবেশস্থলের পাশের খোলা জায়গায় বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ ছিল নজরকাড়া। ধারাবাহিক মিছিল আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে।
