প্রেস বিজ্ঞপ্তি।। মহেশখালীর শাপলাপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেছেন- আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
জাতীয় নির্বাচনের প্রচারণা এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে ইউনিয়ন বিএনপি ও যুবদল আয়োজিত এ সমাবেশ জনসমুদ্রের রূপ নেয়। শাপলাপুর হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম কাদের চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আলমগীর ফরিদ বলেন, বিএনপি জনগণের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল দেশের মানুষের অনুভূতি ও আবেগের জায়গায় দাঁড়িয়ে কাজ করে এসেছে। বেগম খালেদা জিয়া দেশের কোটি মানুষের ভালোবাসার প্রতীক, আর তারেক রহমানের নেতৃত্বেই ২০২৬ সালের নির্বাচনে সাম্য ও মানবিক বাংলাদেশের ভিত্তি স্থাপন হবে।
তিনি ২০০১–২০০৬ সালের সময়ে মহেশখালী–কুতুবদিয়ার উন্নয়ন কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে বলেন, গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ির মেগা প্রকল্পসহ বিভিন্ন খাতে স্থানীয়দের যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে বিজয় এনে মহেশখালী–কুতুবদিয়াকে নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য উপকূলীয় অঞ্চলে রূপান্তরিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
আগামী নির্বাচনকে ঘিরে নানান অস্থিরতা তৈরির অপচেষ্টা জনগণ অতীতের মতোই প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন সাবেক এমপি। নেতাকর্মীদের প্রতি সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা ও সহনশীলতার সঙ্গে মাঠে থেকে ঘরে ঘরে ভোট প্রার্থনার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন- মহেশখালী বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল হক রানা, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কমিশনার, সালাউদ্দিন রতন, হোয়ানক বিএনপির আহ্বায়ক আব্দুল করিম বিএ, ছোট মহেশখালী বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, কুতুবজোম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মৌলভী শফিউল আলম, উপজেলা যুবদলের আনচার উল্লাহ বিএ, মোকতার আহমদ, আবুল কাশেম, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম শহীদ, জিয়াউর রহমান ডালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাস ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
বিকাল ৪টা থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করেন। মাগরিবের আজানের আগেই মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পুরো এলাকা জনস্রোতে ভরে উঠলে সমাবেশটি কার্যত নির্বাচনী জনসভায় রূপ নেয়।
