Advertisement


কালারমার ছড়ায় মানবাধিকার দিবসের মানববন্ধনে সাধারণ সম্পাদকের অভিযোগ: 'আমি নিজেই মানবাধিকার লঙ্ঘনের শিকার’


নিজস্ব প্রতিবেদক।।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহেশখালীর কালারমার ছড়ার আফজলিয়া পাড়ায় আয়োজিত মানববন্ধনে হিউম্যান রাইটস কম্বাইন্ড এর মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু নিজের ওপর হওয়া হয়রানির বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন- “মানুষের অধিকার রক্ষার দায়িত্ব পেলেও আমি নিজেই বারবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি। কিছু স্বার্থান্বেষী মহলের লোভনীয় প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আমার পরিবারের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “যে ব্যক্তি দিনে এনে দিনে ভাই খাই- এমনও মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সেই লোকই আমার ও আমার ভাইদের নামে ৫০ লাখ টাকার চাঁদাবাজি মামলা করেছে। এমনকি পুলিশকে হামলার গল্প তৈরি করে একসঙ্গে আমার ৮ ভাইকে আসামি করা হয়েছে। এছাড়াও একটা সন্ত্রাসী গোষ্ঠী আমার তিনটা মহিষ চুরি করে নিয়ে গেছে, আমার চিংড়ী প্রজেক্ট টানা ৫ বার ডাকাতি করে চিংড়িসহ লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে, তিনটি লবণ বুঝাই বোট ডাকাতি করেছে, আমার ছোট ভাইকে অস্ত্র দিয়ে মিথ্যাভাবে ফাঁসিয়েছে এবং পেকুয়া ও মহেশখালী থানায় ৮টি মামলা আসামি করে আমাকে হয়রানির করে আসছে। এই অমানবিক হয়রানি থেকে মুক্তির জন্য আমি প্রশাসন ও মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন এবং এলাকাবাসীর প্রতি উদ্দেশ্যপ্রণোদিত মামলা, হয়রানি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানান।