Advertisement


জাতীয় প্রেসক্লাবের সামনে লবণচাষিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত


প্রেস বিজ্ঞপ্তি।।দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম ঘাটতি দেখিয়ে সস্তায় বিদেশি লবণ আমদানির মাধ্যমে দেশীয় শিল্প ধ্বংসের অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খাঁন। তিনি বলেন, এ ধরনের হঠকারী সিদ্ধান্ত উপকূলবাসীর অন্যতম প্রধান জীবিকা ও অর্থনৈতিক ভিত্তিকে হুমকির মুখে ফেলছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।


বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে লবণ চাষি, শ্রমিক, ভোক্তা ও ছাত্র-জনতা কক্সবাজার-চট্টগ্রাম জেলা। কক্সবাজার চেম্বারের সভাপতি সিআইপি আলহাজ আব্দুল শুক্কুর সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে লবণচাষিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।


এছাড়া বক্তব্য দেন মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও সমাবেশের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জয়নাল আবেদীন, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, মহেশখালী সমিতি ঢাকা’র সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, ছৈয়দুল করিম, জননেতা মৌলানা ওবায়দুল হক নদভী, লবণ ব্যবসায়ী আব্দুর রহিম, লবণচাষি গিয়াস উদ্দিন, শাহাজাহান, সাজ্জাদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট রহিম উল্লাহ, লিয়াকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীসহ উপকূলীয় অঞ্চলের হাজার হাজার লবণচাষি ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজার অস্থিরতার কারণে চরম সংকটে রয়েছেন। এই পরিস্থিতিতে লবণ আমদানির সিদ্ধান্ত কার্যকর হলে তাদের জীবিকার ওপর নতুন করে সর্বনাশ নেমে আসবে। দেশীয় উৎপাদকদের স্বার্থ উপেক্ষা করে এমন সিদ্ধান্ত মূলত একটি নির্দিষ্ট আমদানিকারক গোষ্ঠীর স্বার্থ রক্ষার শামিল, যা সাধারণ লবণচাষি ও শ্রমজীবী মানুষের প্রতি চরম অবিচার।

বক্তারা অবিলম্বে এক লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল, দেশীয় লবণ সংগ্রহ ও বিপণন ব্যবস্থা শক্তিশালী করা এবং লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।


মানববন্ধনে শতাধিক লবণচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন। ঢাকাস্থ মহেশখালী সমিতি-ঢাকা কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে।


সমাবেশ শেষে নেতৃবৃন্দ সরকারের শিল্প উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে লবণ আমদানি বন্ধ এবং প্রান্তিক পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়। এ সময় উপদেষ্টাদ্বয় তাৎক্ষণিকভাবে লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দেন।