নিহত মিনহা ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর কুল এলাকার সিকদার পাড়া, ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনছার করিম ও খালেদা বেগমের একমাত্র কন্যা। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় নুরানি শাখার শিক্ষার্থী ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির কাছে সড়কের পাশে দিয়ে চলার সময় দ্রুতগতির একটি টমটম (ব্যাটারিচালিত ইজিবাইক) নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। আঘাতে সে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পথেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়।
মহেশখালী থানা সূত্র জানিয়েছে, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে শিশুটিকে দাফন করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, এই সড়কে দীর্ঘদিন ধরে টমটমসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচল চলছে, গত কয়েক মাসে এ সড়কে একাধিক শিশুর মৃত্যু হয়েছে।
