Advertisement


সাতক্ষীরায় এসআই পরিচয়ে ছিনতাইকালে আটক ২

সাতক্ষীরায় এসআই পরিচয়ে ছিনতাইকালে আটক ২

পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে ডেকে এনে ছিনতাইকালে সাতক্ষীরা শহর থেকে দুই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর থানা সংলগ্ন এলাকা থেকে নাজমুল হোসেন (২৬) ও ওবায়দুল্লাহ (২৮) নামে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক নাজমুল হোসেন সদর উপজেলার ব্যাথলা গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে ও ওবায়দুল্লাহ তালা উপজেলার পাচঁপাড়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে। 

সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার এএসআই সোহবার বাংলানিউজকে জানান, ওই দুই ব্যক্তি শহরের সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক পিযুষ কান্তির কাছে মোবাইল ফোনে এসআই পরিচয় দিয়ে সন্ধ্যায় থানার সামনে দেখা করতে বলেন। 

সন্ধ্যার পর ওই শিক্ষক থানায় গেলে তাকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে দেখা করতে বলেন। পরে তিনি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গেলে তাকে মারধর করে ৭  হাজার ৩২০ টাকা কেড়ে নেন ওই দুই যুবক।

এ সময় শিক্ষকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ভুয়া দুই এসআইকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।