Advertisement


মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সাবেরের প্রয়াণ দিবস

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার। ১৭ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
•     ১৭৭৪ - কলকাতায় পোস্টমাস্টার জেনারেল পদ সৃষ্টি।
•     ১৮০৭ - খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
•     ১৮২৪ - প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত।
•     ১৮৮২ - কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু।
•     ১৮৮৯ - প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
•     ১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
•     ১৯৬৬ - সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
•     ১৯৯১ - মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
জন্ম
•     ১৫৯৬ - ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ, বিজ্ঞানী রেনে দেকার্ত।
•     ১৯১৪ - সাহিত্যে নোবেলজয়ী ম্যাক্সিকান কবি অক্তাবিও পাজ।
মৃত্যু
•     ১৭২৭ - ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটন।
•     ১৯১৭ - নোবেল পুরস্কারবিজয়ী জার্মান জীব বিজ্ঞানী এমিল ভন বেহরিং।
•     ১৯৭১ - সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের। ১৯৭১ সালের ৩১ মার্চ মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী দৈনিক সংবাদ অফিসে আগুন লাগিয়ে দেয়। শহীদ সাবের তখন অফিসেই ছিলেন। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে  শহীদ তিনি।