Advertisement


মহেশখালীতে জন্মাষ্টমি অনুষ্ঠানে এমপি আশেক

বর্তমান সরকার ধর্মিয় সহবস্থান সৃষ্টিতে কাজ করে চলেছেন

ছবি: মহেশখালীতে এমপি আশেক ও মেয়র মকছুদ মিয়ার নেতৃত্বে র‌্যালীর একাংশ।
বিশেষ প্রতিনিধি, আদিনাথ থেকে ফিরে।  #
মহেশখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মিয় অনুষ্ঠান শুভ জন্মাষ্টমি ২০১৬ উৎযাপন উপলক্ষে এক সভায় মহেশখালী-কুতুবদিয়ার এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেছেন বর্তমান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে ধর্মিয় ঐক্য ও সহাবস্থান সৃষ্টিতে কাজ করে চলেছেন। গতকাল বিকেলে মহেশখালী আদিনাথ মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে এমপি আশেক আরো বলেন হিন্দুধর্মাবলম্বি তথা আদিনাথ মন্দিরের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা দেওয়া হবে। সমাবেশের বিশেষ অতিথি মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া মন্দিরের উন্নয়নে এক লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক, কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দি, দিলীপ কুমার দাশ, দিপক পাল, দিপক ভট্টচার্য, ব্রজ গোপাল ঘোষ, জাফর আলম জফুর, মো. জহিরুল ইসলাম সিকদার, মাহবুব আলম, মো. জাকারিয়া, হালিমুর রশিদ, রিয়ান সিকাদার, মো. আশিক, রতন কান্তি দে, সঞ্জিত চক্রবর্তি, বিপনি চন্দ্র দে, বাশি রাম দে, প্রণব কুমার দে ঈদুল, প্রীতিকণা শর্মা, বকুল রাণী দে, তিত্ত্বরঞ্জন দে প্রমুখ। দিপক ভট্টচার্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে। এর আগে জন্মাষ্টমি উপলক্ষ এক বর্ণঢ্য র‌্যালী পৌর সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষীণ করে। পরে এমপি আশেক ও পৌর মেয়রের নেতৃত্বে র‌্যালীটি আদিনাথ মন্দির এলাকায় গিয়ে শেষ হয়। বার্ণঢ্য র‌্যালীতে মহেশখালী কলেজ, বলরাম পাড়া, দক্ষিণ হিন্দু পাড়া ও আদিনাথ ঠাকুরতলার হিন্দু জনতা অংশগ্রহণ করেন। র‌্যালী প্রদক্ষিণকালে সড়কের দু’পাশে অসংখ্য নারী উলু ধ্বনি দিয়ে র‌্যালীকে স্বাগত জানান।