Advertisement


সেতু নিয়ে শিক্ষক-সাংবাদিক আমিনুল হক’র কবিতা


নিউজরুম এডিটর::

মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতু নিয়ে এবার কলম ধরলেন শিক্ষক-সাংবাদিক আমিনুল হক। লিখলেন কবিতা। মহেশখালী কলেজের এই ক্রীড়া শিক্ষক আজ সকালে নিজের ফেসবুক পেইজে ‘মহেশখালী সেতু চাই’ শিরোনামে কবিতাটি পোস্ট করেছেন। মহেশখালীর সব খবরের পাঠকদের জন্য কবিতাটি হুবুহু তুলে ধরা হলো।

আমি যদি শিল্পী হতাম 

গানের সুরে বলতাম 
মহেশখালী সেতু চাই।

আমি যদি কবি হতাম 
কবিতার ছন্দে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি ভালো শিক্ষক হতাম
শিক্ষকতার ফাঁকে বলতাম 
মহেশখালী সেতু চাই।

আমি যদি ইমাম বা আলেম হতাম
ধর্মীয় অনুভূতিতে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি ভান্তে বা পুরোহিত হতাম
ধর্মীয় জাগরণে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি রাজনীতিবিদ হতাম 
বজ্র কন্ঠে বলতাম 
মহেশখালী সেতু চাই।

আমি যদি আইনজীবী হতাম
বিচার কার্যের ফাঁকে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি ভালো কলম সৈনিক হতাম 
লিখনীর মাধ্যমে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি সরকারী চাকুরীজীবি হতাম
কর্মের ফাঁকে বলতাম 
মহেশখালী সেতু চাই।

আমি যদি চিত্র শিল্পী হতাম 
ছবি এঁকে বলতাম 
মহেশখালী সেতু চাই।

আমি যদি দার্শনিক হতাম
যুক্তি দেখিয়ে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি গাড়ীর ড্রাইভার হতাম
গাড়ী থামিয়ে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি জনপ্রতিনিধি হতাম
জনতার মঞ্চে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি ভালো মা-বাবা হতাম
সন্তানের আদরে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি ডাক্তার হতাম
রোগী দেখার ফাঁকে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি ভালো ক্রীড়াবিদ হতাম
খেলার ফাঁকে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি ব্যবসায়ী হতাম
ব্যবসার ফাঁকে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি নৌকার মাঝি হতাম
সাগরে বোট থামিয়ে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি ছাত্র হতাম
স্লোগানে স্লোগানে বলতাম
মহেশখালী সেতু চাই।

আমি যদি শ্রমিক হতাম
শ্রমের ফাঁকে বলতাম
মহেশখালী সেতু চাই।


///অসীম/// এস.ই///