Advertisement


মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের পুর্ণমিলনী সম্পন্ন

মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অদ্য ১৪ সেপ্টেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দ তারিখ রোজ বুধবার স্কুল প্রাঙ্গণে এক পুনর্মিলনী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক বড মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের প্রথম ব্যাচের মেধাবী ছাত্র জনাব হুমায়ুন কবির আযাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আবুল কালাম। এতে অন্যান্যদের মধ্যে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব আজিজুল করিম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। সকাল ৯ টায় প্রায় আট শত প্রাক্তন ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালির পর জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্টিত এ রি-ইউনিয়নের ধারাবাহিকতা রক্ষার লক্ষে একটি প্রাক্তন ছাত্র পরিষদ গঠন সহ ঢাকা ও চট্রগাম শহরে স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখা ও আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে হেল্প ডেস্ক স্থাপন, মহেশখালীর মুমূর্ষু রোগীদের জরুরী প্রয়োজনে বিভিন্ন গ্রুপের রক্ত সরবরাহের জন্য ব্লাড ব্যাংক স্থাপন, স্কুলের ভৌত অবকাঠামো উন্নয়নে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে স্থায়ী প্লাটফর্ম গঠন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বেসিক নলেজের ভিত গঠন ও সাংস্কৃতিক কর্মকান্ডে অধিকতর দক্ষতা সৃষ্টির লক্ষে স্কুলের প্রাক্তন মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্যোগে নলেজ শেয়ারিং প্রোগ্রাম পরিচালনাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। এতে প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গোপাল কৃষ্ণ দাস ও মোজাম্মেল হক। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল গফুর, বেদারুল ইসলাম, আব্দুর রহিম, এখলাচুর রহমান, শামীমা আক্তার, মাহবুবুল আলম হান্নান, ছরওয়ার কামাল, সওকত আকবর বেলাল, মো: আনোয়ার পাশা, আজগর হোসাইন, মাহমুদুল করিম, মুহাম্মদ আবুল হাশেম, ফরিদুল আলম, ছরওয়ার কামাল, এরফান উল্লাহ, আব্দুল্লাহ আল ফারুক, আবুল কাশেম, এনামুল হক মঞ্জু, জাহেদুল হক নাহিদ, মোজাম্মেল হক, সরওয়ার কামাল, মুহাম্মদ ইসহাক, আব্দুল হক, আহসান উল্লাহ, ডা. এইচ এম শাহরিয়ার রুবেল, স ওকত ওসমান, আব্দুল খালেক, আব্দুল্লাহ আল নোমান পারভেজ, ছরওয়ার আজম, তারেক রহমান জুয়েল, তারেক আজিজ, সুজা উদ্দিন সোহান, নাজিম উদ্দিন সোহান, নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল নোমান, শাকিলুর রহমান, সওকত ওসমান ও রাশেদ খান মেনন্। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেদারুল ইসলাম, রবিউল হোসাইন ও সরোয়ার কামাল। লাঞ্চ শেষে স্কুলের পপ্রাক্তন ছছাত্র শাহেদ আজিজের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে গোলাম রব্বানীসহ অনেক প্রাক্তন শিক্ষার্থী গান ও জোকস পরিবেশন করে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন।

বার্তা প্রেরক: আবুল হাসেম।  

। সম্পাদিত নয়।